Latest News

Home - Latest Activities
card-img-top

ভারতীয় হাই কমিশনার মহোদয় এর সাথে মতবিনিময় সভা-২০২৩

Chamber News | 17 Apr, 2023


আজ ১৭ এপ্রিল ২০২৩ সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থল বন্দরে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার মিস্টার প্রণয় ভার্মা আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। এ সময় রাজশাহীর সহকারী হাইকমিশনার মিস্টার মনোজ কুমার, স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, চেম্বারের প্রধান সহ সভাপতি ,সহ-সভাপতি পরিচালক বৃন্দ, আমদানি কারকের সভাপতি কর্মকর্তা বৃন্দ, সি, এন্ড এফ এজেন্টের নেতৃবৃন্দ , জেলার ও উপজেলার প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্মকর্তাবৃন্দ, কাস্টম ও পানামার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। চেম্বারের সভাপতি সোনা মসজিদ এবং মহদিপুর স্থলবন্দরের উভয় দেশের ব্যবসা-বাণিজ্য গতিশীল করার জন্য বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা কথা তুলে ধরেন। এছাড়া সহজভাবে ভিসা প্রদান এবং এ বছরের মধ্যে মালদা এবং চাঁপাইনবাবগঞ্জ দুই জেলার ব্যবসায়ীদের একটি মিলনমেলার অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার মহোদয়কে আমন্ত্রণ জানালে ,তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।