
২০২৩ সালে পবিত্র হজ্ব পালনে যাবেন তাদের সংবর্ধনা প্রদান
Chamber News | 18 May, 2023
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ১৮জন সদস্যকে পবিত্র হজ্ব গমনে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার (১৮মে) বিকেলে চাঁপাইননাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজার'র চেম্বার ভবন মিলনায়তন হলরুমে এ সংবর্ধনা সম্পন্ন করা হয়।
এসময় হজ্বগমনার্থী সদস্যদের নিকট চেম্বার কর্তৃপক্ষ পবিত্র হজ্ব পালনে গীয়ে দেশ ও জাতীর কল্যাণে দোয়া প্রার্থনার আহ্বান জানায়।
পরে দোয়া মোনাজাতের পূর্বে সকল হজ্বগমনার্থীকে চেম্বারের পক্ষ হতে পুরস্কার তুলে দেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদসহ পরিচালকবৃন্দ।