
জেলা শহরের ব্যাংকের ব্যবস্থাপকদের সাথে মতবিনিময়-২০২৩
Chamber News | 20 Mar, 2023
২০ মার্চ ২০২৩ ইং তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় চেম্বার ভবনের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সকল ব্যাংকের ব্যবস্থাপকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জেলার ব্যবসা বাণিজ্য অর্থনীতি এবং নতুন শিল্প উদ্দোক্তাদের সহায়তার বিষয়ে আলোচনা হয়। চেম্বারের সভাপতি বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মসংস্থানের লক্ষে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে ঋণ প্রদান, মহিলা শিল্প উদ্দোক্তা, কৃষি ক্ষেত্রে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান। চাঁপাইনবাগঞ্জ জেলার সর্ববৃহৎ অর্থনৈতিক ফসল আম, সে আমকে সংরক্ষণে আম ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার জন্য সহায়তার অনুরোধ জানান। ইপিজেড নির্মানের কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে বলে আশ্বস্থ করেন। সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ মসিউল করিম বাবু, ব্যবসায়ী মনিরুল ইসলাম, সোনালী ব্যাংকের প্রতিনিধি, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক ফাইজা আখতার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক তাবাসুম ইসলাম, বেসিক ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লাহিল সাফি, জনাতা ব্যাংক এর ব্যবস্থাপক ফারুক আজিম, এক্সিম ব্যাংক এর ব্যবস্থাপক মোহাম্মদ আলী জিন্নাহ সহ জেলা শহরের ৩২ জন ব্যাংক ব্যাবস্থাপক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি জনাব মোঃ আব্দুল ওয়াহেদ।